দুখুল বা সহবাসের আগেই তালাক দিলে পুনরায় বিবাহের হুকুম

প্রশ্নঃ কোর্টে বিবাহ হওয়ার পর পরিবার মেনে না নেওয়ায় দুখুলের আগেই তালাক দিয়েছে। এখন পুনরায় তাকে বিবাহ করতে পারবে কিনা?

উত্তর: জেমা (جماع) যা আবশ্যক করে খোলওয়া (خلوة) তা আবশ্যক করে না। তাই যদি কেউ দুখুলের আগে তালাক প্রাপ্ত হয়ে এবং খোলওয়া পাওয়া যায় তাহলে পূর্ণ মোহর পাবে না নিসফে মোহর পাবে এবং ইদ্দত লাজেম হবেনা। ইদ্দত লাজেম হয় বারায়াতে রেহেম এর জন্য। যেহেতু দুখুল হয়নি সেহেতু রেহেম বারায়াত আছে। তাই ইদ্দত লাজেম হবে না। উক্ত স্বামী যদি আবার তাকে ফিরিয়ে আনতে চায় তাহলে তাহলিল আবশ্যক। দুখুল হয়নি বলে তাহলিল লাগবেনা এমন বলার সুযোগ নেই। তালাক হলো বন্ধন ছিন্ন আর নেকাহ হলো বন্ধন তৈরি। তালাক হয় বিবাহ বন্ধনের উপর দুখুলের উপর নয়। فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। বাকারা: ২৩০।يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًاমুমিনগণ! তোমরা যখন মুমিন নারীদেরকে বিবাহ কর, অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তখন তাদেরকে ইদ্দত পালনে বাধ্য করার অধিকার তোমাদের নাই। অতঃপর তোমরা তাদেরকে কিছু দেবে এবং উত্তম পন্থায় বিদায় দেবে। তাফসিরু আয়াতিল আহকাম : সুরা আহজাবের ৪৯ নং আয়াত। এখানে হানাফি ফিকহ উত্থাপন করা হয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *