একই দিনে ৩জন স্বামী হতে মোহর গ্রহণ করা নারীর পরিচয়

জিজ্ঞাসা : যদি বলা হয় ঐ কোন নারী যে একই দিনে ৩মোহর গ্রহণ করেছে ৩জন স্বামী হতে?

উত্তর : নিশ্চয়ই এ গর্ভবতী তালাকপ্রাপ্ত নারী সে তালাকপ্রাপ্তির পর সন্তান প্রসব করল এবং পরিপূর্ণ মোহর গ্রহণ করল। তার ইদ্দত শেষ হয়ে গেলো, তারপর অন্যজনের কাছে বিয়ে বসল এবং সে স্বামী তাকে দুখুলের আগেই তালাক দিলো এবং তাকে নিসফে মোহর দিলো। এরপর অন্যজনের কাছে বিয়ে বসল এবং ঐদিনই তার স্বামী ইন্তেকাল করল। অতপর এখানেও সে পূর্ণ মোহরের অধিকারী হলো।

দেখুন: আলগাজুল হানাফিয়্যা, গমজু উয়ুনিল বাসায়ির কিতাবের ৪র্থ খন্ডের ১৮০ পৃষ্ঠা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top