ফরজ নামাজের পর দীর্ঘ মুনাজাতের হুকুম
আমাদের সমাজের প্রায় প্রতিটি মসজিদে ফরজ নামাজের পর লম্বা মুনাজাত, বয়ান, দান কালেকশন সহ আয়াতুল কুরসী এবং বিভিন্ন মাসনুন দোয়া সমুহ পাঠ করতে দেখা যায়। অথচ তা করা সুন্নাহ বহির্ভূত কাজ। জুমার নামাজের সানী আজানের আগেই দান কালেকশন করা হয় অনেক মসজিদে তা সম্পূর্ণ ঠিক আছে। তবে সালাম ফেরানোর পর কালেকশন করলে পরবর্তী সুন্নাতে মুয়াক্কাদা …