প্রশ্নঃ
হজ্জ ফরয হওয়া সত্ত্বেও নানা কারণে হজ্জ পালন না করেই মারা গেলে গুনাহগার হ’তে হবে কি?
Category: 2016 | Publish on:May 01, 2017 | Views: 600
Answer
নিজের ও পরিবারের সকল মৌলিক চাহিদা পূরণের পর যদি অবশিষ্ট সম্পদ দ্বারা হজ্জের খরচ নির্বাহ করা যায়, তাহ’লে উক্ত ব্যক্তির উপর হজ্জ ফরয হবে। এরূপ সামর্থ্য থাকা সত্ত্বেও শারঈ কোন ওযর ব্যতীত তা পালন না করে কেউ মারা গেলে অবশ্যই তাকে ফরয ত্যাগের কারণে গুনাহগার হ’তে হবে (আলে ইমরান ৩/৯৭; মুসলিম হা/১৩৩৭; মিশকাত হা/২৫০৫)। আর কেউ যদি ক্ষমতা থাকা সত্ত্বেও হজ্জ পালনকে ফরয গণ্য না করে, তবে সে কাফির হিসাবে গণ্য হবে (ইবনু তায়মিয়াহ, তাফসীর আল-কাবীর ৩/২২৭)।

দারুল ইফতা
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ